রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৩২

ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে বার্লিনে প্রতিবাদ

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে
ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে বার্লিনে প্রতিবাদ

জার্মানির রাজধানী বার্লিনে ভারতীয় মিডিয়ার অসত্য সংবাদ প্রচার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার (১৫ ডিসেম্বর ২০২৪) জার্মানের স্থানীয় সময় দুপুর বারোটায় বার্লিনের প্রাণকেন্দ্র এবং বিখ্যাত পর্যটন এলাকা ব্রান্ডেনবুর্গার টোরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জার্মানির বিভিন্ন শহর থেকে শতাধিক প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেন।

প্রতিবাদ সমাবেশ থেকে ভারতের আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, কোনো সভ্য দেশ তাঁর বন্ধুপ্রতিম অন্য দেশের মিশনে হামলা করতে পারে না।

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের ব্যাপারে অসত্য খবর প্রচার এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর নিন্দা জানানো হয় প্রতিবাদ সমাবেশে। সমাবেশে বক্তারা বলেন, ভারত ভুয়া খবর প্রচারে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চেষ্টায় লিপ্ত এবং পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। বক্তারা বলেন, এসব কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আরো বলেন, যদি ভারত এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না করে, তবে ভবিষ্যতে তাদের কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা বলেন, সাম্প্রতিক সময়ে ভারতীয় কিছু মিডিয়ার বক্তব্য অত্যন্ত বিভ্রান্তিকর, উস্কানিমূলক এবং বিপজ্জনক। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই এসব মিডিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে কলুষিত করার অপচেষ্টা করছে।

প্রবাসী বাংলাদেশিরা বলেন, ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং মিথ্যাচার ও অপপ্রচার বন্ধ করতে হবে। তাঁরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়