শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৩০

ইতালিতে মহান বিজয় দিবস উদযাপিত

ইতালি প্রতিনিধি
ইতালিতে মহান বিজয় দিবস উদযাপিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদ্যাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে দূতাবাসের সকল কর্মকর্তা- কর্মচারীর উপস্থিতিতে রাষ্ট্রদূত রকিবুল হক জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্যাপনের আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সম্মেলন কক্ষে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, ইতালিতে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাংলাদেশের বন্ধুপ্রতিম বিশিষ্ট ইতালিয়ান নাগরিকদের অংশগ্রহণে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে আত্মোৎসর্গকারী সকল শহীদ এবং ২০২৪ সালের ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। তাছাড়া তথ্য ও সম্প্রচার অধিদপ্তর থেকে প্রাপ্ত দিবসটির ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ইতালিতে বসবাসরত শিক্ষার্থী, বিশিষ্ট বাংলাদেশি নাগরিক ও কমিউনিটি নেতৃবৃন্দ বাংলাদেশের বর্তমান সরকারের গৃহীত সংস্কার পদক্ষেপকে স্বাগত জানান এবং ভবিষ্যতে বাংলাদেশকে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিরাও জোরদার ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

পরে রাষ্ট্রদূত রকিবুল হকের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তিনি তাঁর বক্তব্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্র্বতীকালীন সরকারের সকল কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করার জন্যে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান উল্লেখ করে দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আরও বেশি করে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে তাদের প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, আমাদের দূতাবাস বাংলাদেশ-ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ইতালিতে বসবাসরত বাংলাদেশি ভাই-বোনদের অধিকার রক্ষা ও কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টায় তিনি সকলের সাহায্য, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন

মহান বিজয় দিবস ২০২৪ উদ্যাপনের ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর দূতাবাসে আগত প্রায় চার শতাধিক কনস্যুলার সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশিকে সামিল করে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়