রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২৪

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান ১৯ জানুয়ারি

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান ১৯ জানুয়ারি

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান ১৯ জানুয়ারি ২০২৫, রোববার মাইক্রো বিজনেস সেন্টাবে অনুষ্ঠিত হবে। ইসি মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত ও প্রস্তুতি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

মিটিংয়ের শুরুতেই ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২৩-২০২৪ খ্রিস্টাব্দের প্রেসিডেন্ট/সেক্রেটারী দায়িত্ব হস্তান্তর করেছেন নতুন কমিটির ২০২৪-২০২৫ খ্রিস্টাব্দের প্রেসিডেন্ট/ সেক্রেটারী কাছে। পরে নতুন কমিটির ১ম ইসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫ টায় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২৩-২০২৪ খ্রিস্টাব্দের প্রেসিডেন্ট আনসার আহমদ উল্লাহর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ বছরের শেষ প্রাণবন্ত এ অনুষ্ঠানে বিগত দিনের রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন ফাইল হস্তান্তর করা হয়। বিদায়ী প্রেসিডেন্ট আনসার আহমদ উল্লাহ ফাইল প্রদান করেন নতুন অর্থ বছরের প্রেসিডেন্ট সাজিদুর রহমানের কাছে এবং বিদায়ী সেক্রেটারী জুবায়ের আহমদ নতুন সেক্রেটারী মিজানুর রহমান মীরুর কাছে সেক্রেটারীর ফাইল হস্তান্তর করেন।

পরে ২য় পর্বে নতুন অর্থবছরের প্রেসিডেন্ট সাজিদুর রহমান ২০২৫ খ্রিস্টাব্দের বার্ষিক পরিকল্পনা তুলে ধরেন। সবাইকে শুভেচ্ছা জানান নবাগত সেক্রেটারী মিজানুর রহমান মীরু।

নতুন কমিটির প্রথম ইসি মিটিংয়ে আলোচনা শেষে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশেষ করে ২০২৪ খ্রিস্টাব্দের ইউকেবিআরইউ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও আনুষ্ঠানিক অভিষেক পর্ব এজিএমের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ রোববার অনুষ্ঠিত হবে বলে সভায় অবহিত করা হয় এবং অনুষ্ঠানের বাজেটে সকলের সাধ্যমত সহযোগিতার হাত বাড়াতে আহ্বান জানানো হয়।

এ সভায় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শিক্ষাবৃত্তি ২০২৫ খ্রিস্টাব্দের যথাসময়ে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। তাছাড়া এ সভায় মানবিক আবেদন ও অন্যান্য বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। এ আলোচনায় অংশ নেন বিদায়ী প্রেসিডেন্ট আনসার আহমদ উল্লাহ, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান, নতুন দায়িত্ব গ্রহণকারী প্রেসিডেন্ট সাজিদুর রহমান, নতুন সেক্রেটারী মিজানুর রহমান, বিদায়ী সেক্রেটারী জুবায়ের আহমেদ, জামাল আহমেদ খান, সাহেদা রহমান, এস কে এম আশরাফুল হুদা, আসমা মতিন, মুহাম্মদ সালেহ আহমদ, আব্দুল বাসির, এ রহমান অলি, মির্জা আবুল কাসেম, ইমদাদুন খানম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়