প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৭
দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি: জিম্মি উদ্ধার অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী
দক্ষিণ কেরানীগঞ্জের চুনকটিয়ায় রূপালী ব্যাংকের শাখায় আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) দুপুরে একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ব্যাংকের ভেতরে কয়েকজন ডাকাত ঢুকে কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে জিম্মি করে রেখেছে।
|আরো খবর
ব্যাংকের চারপাশ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। উপস্থিত রয়েছে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের পক্ষ থেকে ভেতরের ডাকাতদের বের হয়ে আসতে মাইকিং করা হচ্ছে। ব্যাংকের গেট ভেতর থেকে বন্ধ থাকায় কাউকে বাইরে আসতে দেখা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ভেতর থেকে গুলির শব্দও শোনা গেছে। ব্যাংকে কতজন গ্রাহক বা কর্মী আটকা পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম নিশ্চিত করেছেন যে, ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।
এই মুহূর্তে অভিযান চলমান থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তা বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।
এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছে।