প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫
কড়াইল বৌ-বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
রাজধানীর কড়াইল বৌ-বাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।
|আরো খবর
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে আগুনের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, যানজটের কারণে কিছু ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।
কড়াইল বস্তি দেশের অন্যতম বৃহৎ বস্তি, যেখানে প্রায় তিন লাখ মানুষ বসবাস করে। গুলশান ও মহাখালীর মাঝামাঝি বনানী লেকপাড় এলাকায় অবস্থিত এ বস্তিতে কয়েক দশক আগে গড়ে ওঠে অসংখ্য ঝুপড়ি ঘর।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস তৎপর রয়েছে। তবে ঘনবসতিপূর্ণ এলাকাটি হওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বস্তিবাসীরা আতঙ্কিত হয়ে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। আগুন নেভানোর পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হবে।
আরও তথ্য আসছে…