সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ জুন ২০২৪, ১৬:৪৮

চাঁদপুর সদরে চান্দ্রা জব্বার ঢালী এলাকায় আগুনে পুড়ে গেছে ৬টি দোকান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদরে চান্দ্রা জব্বার ঢালী এলাকায় আগুনে পুড়ে গেছে ৬টি দোকান

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৭নং ওয়ার্ড জব্বার ঢালীর দোকান এলাকায় আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোররাত সাড়ে তিনটার সময় অগ্নিকান্ডের এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান , জব্বার ঢালীর দোকান এলাকায় দেলোয়ার হোসেন দিদারের একচালা টিনসেড মার্কেটটিতে ছয়টি দোকানে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। ছয়টি দোকানের মধ্যে রিয়াদ ও ফারুক হোসেনের দুইটি ফার্মেসি, শনু বেপারী, ইকবাল গাজী, ও মাইনুদ্দিন পাটওয়ারীর তিনটি চা-কনফেকশনারী ও হৃদয়ের একটি সেলুন ছিল। বুধবার রাত পর্যন্ত দোকানদাররা তাদের ব্যাবসা শেষে রাতে যে যার মত বাসায় চলে যান।

আগুনের ঘটনার বিষয়ে পার্শ্ববর্তী ব্যবসায়ী মোঃ মমিন জানিয়েছেন, স্থানীয় এক স'মিলের লেবার থেকে আগুন লাগার খবর পান সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তারপর আশেপাশ বাড়ির লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছার আগেই পুরো মার্কেটটি ভস্মীভূত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন আমরা এই দোকানের মাধ্যমে আমাদের সংসার ও পরিবার পরিজন নিয়ে কোনরকম দিন কাটাতাম। এখন আমরা নিঃস্ব হয়ে পথে বসেছি। এতে তাদের কয়েক লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট হুমায়ুন কবির সুমন ও চান্দ্রা ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারী দুর্ঘটনস্থল পরিদর্শন করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়