শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩

জনতার জাগরণে গড়ে উঠুক নতুন দিগন্ত : একটি নতুন বাংলাদেশের পথ

রহমান মৃধা
জনতার জাগরণে গড়ে উঠুক নতুন দিগন্ত : একটি নতুন বাংলাদেশের পথ

জনগণের শক্তি, জাতির উত্থান

বিশ্বের ইতিহাসে যত বড়ো বিপ্লব ও পরিবর্তন এসেছে, তা মূলত জনগণের জাগরণ থেকেই এসেছে। ক্ষমতার কাছে জনগণের চুপ থাকা, অপরাধ ও দুর্নীতির প্রতি মুখ ফিরিয়ে থাকাÑএগুলো কখনোই কোনও জাতির উন্নতি ঘটাতে পারে না। আজকের বাংলাদেশেও যদি সত্যিকার অর্থে নতুন দিগন্ত সৃষ্টি করতে হয়, তবে একমাত্র জনগণের সচেতনতা, শক্তি ও সাহসই হবে তার পথপ্রদর্শক।

কিন্তু, প্রশ্ন উঠতেই পারেÑজনগণের জাগরণ আসলে কীভাবে সম্ভব?

জনগণের শক্তি : সংগ্রামের অদম্য প্রতীক

জনগণের শক্তি কখনোই উপেক্ষা করা যায় না। এটি এমন এক শক্তি, যা হাজার বছর ধরে সাম্রাজ্য ঃড়ঢ়ঢ়ষব করেছে, রাষ্ট্রের কাঠামো ভেঙ্গে দিয়েছে এবং পরিবর্তন এনে দিয়েছে। আমাদের ইতিহাসও সাক্ষী, বাংলার মানুষের সংগ্রাম, সাহস, আর চেতনা কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি।

আজকের প্রজন্মকে সেই শক্তিকে আবার জাগিয়ে তুলতে হবে। আমরা যারা ডিজিটাল যুগের অংশ, আমাদের কাছে তথ্য এবং যোগাযোগের অবাধ প্রবাহ রয়েছে। এই শক্তি যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে সমাজের প্রতিটি স্তরে পরিবর্তন আসবে।

সেলিব্রেটি নয়, দেশের জন্যে : দায়িত্বের পরিচয়

এখন সময় এসেছে, সেলিব্রেটি বা শক্তিশালী মানুষের একেবারে বিপরীত দিক থেকে চিন্তা করার। আমরা যেন ভুলে না যাই—যে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় বা জনপ্রিয়তায় পৌঁছেছে, সে সবার জন্যে কাজ করবে, সবার কল্যাণের জন্যে। সেলিব্রেটি হয়ে যদি শুধুমাত্র নিজের অর্জনই দেখানো হয়, তবে সেই প্রতীক সমাজের জন্যে কী ধরনের শিক্ষা বয়ে আনবে?

আপনার কর্তব্য আপনার দেশের প্রতি, আপনার জনগণের প্রতি। আজকের সেলিব্রেটির জন্যে একটি নতুন দিগন্ত তৈরি করার সময় এসেছে। দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে জনগণের পাশে দাঁড়ানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করা উচিত।

প্রযুক্তি এবং ডিজিটাল বিপ্লব : জনতার শক্তির নতুন পথ

আজকের ডিজিটাল যুগে জনগণের জাগরণকে আরও প্রভাবশালী এবং বিস্তৃত করা সম্ভব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো আন্দোলন মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। কিন্তু প্রযুক্তির শক্তি শুধু সংগ্রামে সীমাবদ্ধ নয়, এটি জনগণের একত্রিত হওয়ার মাধ্যমও হতে পারে।

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা :

* বিভিন্ন আন্দোলন, প্রতিবাদ, এবং সমাজিক সমস্যাগুলোর দ্রুত প্রচার করতে পারি।

* তথ্য সংগ্রহ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারি।

* প্রতিরোধে নেতৃত্ব দেয়ার মাধ্যমে নতুন উত্থান সৃষ্টি করতে পারি।

একটি সুশাসন প্রতিষ্ঠা : নতুন দিগন্তের সন্ধানে

নতুন দিগন্ত গড়ার জন্যে সুশাসন এক অপরিহার্য শর্ত। সুশাসন হবে সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে আমরা একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত এবং সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে পারবো। যদি জনগণ তার শক্তি কাজে লাগিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে, তবে সুশাসনের পথে অগ্রসর হওয়া সম্ভব।

আমাদের লক্ষ্য :

* দুর্নীতি নির্মূল।

* আইনের শাসন প্রতিষ্ঠা।

* শুধু ক্ষমতার জন্যে নয়, জনগণের কল্যাণের জন্যে সরকার পরিচালনা।

জনগণের শক্তি : যখন সত্যিকার পরিবর্তন শুরু হবে

দেশের জন্যে কাজ করা, আর সবার কল্যাণে কাজ করাÑএই দুটি মৌলিক দায়িত্বই জনগণের কাছে থাকা উচিত। শুধু একজন নাগরিক হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আমাদের নিজের নৈতিক দায়িত্ব অনুভব করতে হবে।

যখন জনগণ উঠে দাঁড়াবে, যখন তারা কেবল নিজেদের জন্যে নয়, দেশের উন্নতির জন্যে কাজ করবে—তখনই একটি নতুন দিগন্ত গড়ে উঠবে। তখন জনগণের শক্তি কেবল প্রতিবাদ এবং আন্দোলনই নয়, সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠিত হবে সুশাসন, ন্যায় এবং সমতার পথ।

নতুন দিগন্তের সূচনা

এখন সময় এসেছে, আমরা সকলেই নিজেদের মধ্যে খুঁজে ফেলি সেই শক্তি, যা দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে। সেলিব্রেটি নয়, দেশের জন্যে কাজ করতে হবে। নতুন দিগন্ত গড়তে গেলে শুধু একজনের দায়িত্ব নয়, সবার দায়িত্ব। দেশ, সমাজ, নাগরিকÑএটি একটি অভ্যন্তরীণ সংগ্রাম, যেখানে আমাদের সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে।

আমরা যদি একে অপরকে সমর্থন করি, একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি, যা বিশ্বের কাছে একটি উদাহরণ হবে, যেখানে সবার জন্যে সুযোগ, সমতা, ন্যায় এবং মানবিক মূল্যবোধের সমাদর থাকবে।

এখন সময় এসেছে, জনগণকে জাগ্রত হতে হবে, দেশকে বদলাতে হবে, আর সেই বদল হবে সবার, দেশের, জাতির জন্যÑএটা আমাদের সত্যিকার দায়িত্ব।

রহমান মৃধা : গবেষক ও লেখক; সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়