বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৬:১৩

হাজীগঞ্জে রাতের আগুনে পুড়লো দু ব্যবসা প্রতিষ্ঠান

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে রাতের আগুনে পুড়লো দু ব্যবসা প্রতিষ্ঠান

হাজীগঞ্জে রাতের আঁধারে লাগা আগুনে পুড়ে গেছে দুটি দোকানঘর ও দোকানঘরের সকল মালামাল। বুধবার (৬ আগস্ট ২০২৫) দিবাগত রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের ফকির বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ওই বাজারের হাজী স্টোর নামক মোস্তফা কামালের মুদি দোকানটি সম্পূর্ণ ও জাহাঙ্গীরের ওয়ার্কশপ আংশিক পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের দাবি।

জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাজী স্টোর আগুনে পুড়তে দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু আগুনের ভয়াবহতার কাছে ছিলেন তারা অসহায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের অন্য দোকানগুলো রক্ষা পেলেও মোস্তফা কামালের মুদি দোকানটি সম্পূর্ণ ও জাহাঙ্গীরের ওয়ার্কশপ আংশিক পুড়ে যায়।

আগুনে মোস্তফার দোকানঘর, নগদ টাকা, মুদি, কসমেটিক, কনফেকশনারি ও ভ্যারাইটিজ মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ১৫ লাখ টাকা ও জাহাঙ্গীরের দোকানঘরটি পুড়ে মালামাল নষ্ট হয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

বিষয়টি নিশ্চিত করে বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, আগুনে মোস্তফার দোকানঘরসহ সবকিছু পুড়ে ছাই এবং জাহাঙ্গীরের আংশিক ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়