প্রকাশ : ১২ মে ২০২৫, ২৩:২৪
হাইমচরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে গেছে

হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের পূর্ব চর কৃষ্ণপুর গ্রামে রোববার (১১ মে ২০২৫) রাতে অগ্নিকাণ্ডে মো. নেচার আহমদ মুন্সীর বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
|আরো খবর
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় এলাকাবাসী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত নেচার আহমদ মুন্সি কান্নাজড়িত কণ্ঠে জানান, আগুনে তার বসতঘর ও রান্নাঘরসহ প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে তার বসবাসের কিছুই অবশিষ্ট নেই।
হাইমচর ফায়ার সার্ভিস স্টেশন লিডার রতন শেখ জানান, তারা রাত ৯টা ৫ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।