বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৩১

বার্সেলোনা মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
বার্সেলোনা মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্পেনের বার্সেলোনা মহানগর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্কাস মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেদওয়ান হোসেন।

স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান লিটুর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল বার্সেলোনা মহানগর শাখার সদস্য আবু তোহিন ও তোষার আহমেদের পরিচালনায় কর্মী সম্মেলনে ভিডিও কনফারেন্স বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ (শাহীন), আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন , আসলাম ফকির (লিটন)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলী, কোষাধ্যক্ষ শাহিন আহমেদ, সান্তাকুলোমা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সেলু , কাতালোনিয়া বিএনপি নেতা শিপলু আহমেদ (নিয়াজী), ফয়সল আহমদ, লুতফুর রহমান, রাজন আহমেদ, কাতালোনিয়া যুবদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ (মোল্লা), স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন আহমেদ, দুলাল আহমেদ, সদস্য মাসুম আহমেদ, ইমন আহমদ, বার্সেলোনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ফোয়াদ আহমেদ, জাহাঙ্গীর আলম, সুমন আহমে প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে আমরা কাজ করছি। সংগঠনকে গতিশীল করতে আমরা নতুন নেতৃত্ব বাছাই করছি। বার্সেলোনা মহানগর স্বেচ্ছাসেবক দলের একটি শক্তিশালী কমিটি গঠন করা আমাদের মূল লক্ষ্য।

বক্তারা আরও বলেন, আমাদের গণতন্ত্র, ভোটের অধিকার রক্ষা করার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্ত করাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণতন্ত্রের মাটিতে ফিরিয়ে আনতে হবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মেলনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়