প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০০:৪৭
দু 'ভাইয়ের পাশে চিরনিদ্রায় শায়িত শ্রীনগরের জুলহাস
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা মধ্য বাঘরা গ্রামের মরহুম খোশাল বেপারীর দ্বিতীয় পুত্র জুলহাস বেপারী সকলের কাছে সুপরিচিত জুলহাস মাতাব্বর নামে ৩০ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)।
|আরো খবর
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদটি গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তাকে এক নজর দেখার জন্য এলাকার শত শত মানুষ তার বাড়িতে ছুটে আসলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
১ ডিসেম্বর সকাল ১০ঃ৩০ টায় স্থানীয় আব্দুস সালাম খান গোরস্থানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ।উক্ত নামাজে জানাজায় বাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আল নাসের তানজিল,সাবেক প্যানেল চেয়ারম্যান খোকন মোড়ল,সাবেক ইউপি মেম্বার জয়নাল তালুকদার,মোঃ আক্কাস,মোঃ আনোয়ার হোসেন,মোঃ শফিকুল ইসলাম পান্নু মুন্সি।বাঘরা তালুকদার বাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু সাঈদ ,মসজিদ কমিটির সভাপতি মির্জা আলম তালুকদার ,সেক্রেটারি আব্দুল আজিজ ,খান বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বেলাল হোসেন ,মোয়াজ্জেম আব্দুল জলিল বেপারী ,, মধ্যবাঘরা আল হেরা আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষএ, এইচ, এম বেলাল বিন নাসের,উপাধ্যক্ষ মোহাম্মদ আলী হায়দার ,সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলম সিদ্দিকী উক্ত মাদ্রাসার ছাত্র সহ এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লীউক্ত জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শেষে তার দুভাইয়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয় ।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,সাত মাস পূর্বে মরহুমের দুই ভাই মিরহাস উদ্দিন মাস্টার একদিন পর ছোট ভাই আব্বাসউদ্দিন মৃত্যুবরণ করেন।