শুক্রবার, ২১ মার্চ, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ২১:০০

চিরনিদ্রায় শায়িত শাহতলীর পীর সাহেব মাও. আবুল বাশার

জানাজায় হাজারো মুসল্লি ও ভক্তের উপস্থিতি

সোহাঈদ খান জিয়া।।
চিরনিদ্রায় শায়িত শাহতলীর পীর সাহেব মাও. আবুল বাশার

জানাজায় হাজারো মুসল্লি ও ভক্তের উপস্থিতি এবং সকলের সরব-নীরব কান্নায় চিরনিদ্রায় শায়িত হলেন চাঁদপুর সদর উপজেলার শাহতলীর পীর সাহেব মাওলানা আবুল বাশার। সকাল হতে দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত ছুটে আসেন জানাজায় অংশগ্রহণ এবং পীর সাহেবকে শেষবারের মতো একনজর দেখার জন্যে। নামাজে জানাজার পূর্বে আবেগাপ্লুত হয়ে পড়েন এলাকাবাসী, ভক্ত ও মুরিদগণ।

বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) বাদ জোহর চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দিস্থ নতুন বাড়িতে নামাজে জানাজা শেষে শাহতলীর পীর সাহেব খ্যাত, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আবুল বাশার সাহেবের দাফন সম্পন্ন হয়।

নামাজে জানাজার পূর্বে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাড. ইকবাল -বিন-বাশার, জেলা জামায়াতের আমিরের পক্ষে কাজী দীন মোহাম্মদ, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়া, শাহতলী কামিল মাদরাসার এডহক কমিটির দাতা সদস্য, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মো. এনায়েত উল্লাহ খোকন, মরহুম পীরের সাহেবজাদা মাওলানা হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা সফিকুল ইসলাম, মরহুমের বড় জামাতা মাওলানা শামসুল হক, মরহুমের ভাগিনা মাওলানা মোস্তাক আহমেদ শরীয়তপুরী ও ছোট সাহেবজাদা মাওলানা জাফর আহমেদ।

উপস্থিত ছিলেন দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর জজ কোর্টের সহকারী পিপি অ্যাড. কামাল হোসেন, মরহুমের ভাই মাওলানা কারী আব্দুল ওয়াদুদ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. জিয়াউর রহমান, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খাইরুল বাশার, ৯নং ওয়ার্ড মেম্বার মো. ফারুক সরকার, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক মো. হোসেন সরকারসহ বহু মুরিদান, ভক্ত, এলাকাবাসী ও বিভিন্ন পেশার মানুষজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়