শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১১:২১

মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী জয়নুদ্দিন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী জয়নুদ্দিন মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন মারা গেছেন। বুধবার (১৩ নভেম্বর) ৮৬ বছর বয়সে কুয়ালালামপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এক শোকবার্তায় তিনি বলেন, আমি এমন একজন বন্ধুকে হারালাম, যে আমার সঙ্গে জাতি-দেশ ও ধর্মের জন্য লড়াই করেছিলেন।

জয়নুদ্দিন মাহাথির মোহাম্মদের মন্ত্রিসভায় দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। দ্বিতীয় মেয়াদে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। ১৯৮২ থেকে ১৯৯৯ পর্যন্ত পাঁচবার জাতীয় নির্বাচনে জয়লাভ করেন জয়নুদ্দিন।

দেশটির অর্থনৈতিক সংস্কারের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। মাহাথির মোহাম্মদের অধীনে বিনিয়োগকারী-বান্ধব নীতি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর বেসরকারিকরণের জন্যে কৃতিত্ব পেয়েছিলেন জয়নুদ্দিন। তাঁর সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৯ শতাংশে পৌঁছেছিল।

২০১৮ সালে যখন মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী হিসেবে ফের ক্ষমতায় আসেন, তখন তিনি সরকারি নীতি এবং রাষ্ট্রসংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যবস্থাপনার তদন্তে একটি রাষ্ট্রীয় উপদেষ্টা পরিষদ গঠন করেন। সেই উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে দাইমকে নিযুক্ত করেন মাহাথির।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়