রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৮:৩০

চীনে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন তরুণ কূটনীতিকরা

প্রবাসীকণ্ঠ ডেস্ক
চীনে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন তরুণ কূটনীতিকরা

চীনে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন বাংলাদেশের তরুণ কূটনীতিকরা। এ উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস রোববার (১০ নভেম্বর) এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে। চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির ৪০তম ব্যাচের তরুণ কূটনীতিকরা চীনে প্রশিক্ষণে যাচ্ছেন। তাদের জন্যে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বক্তব্য দেন। এছাড়া পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দ্বিতীয়বারের মতো চীনা দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তরুণ কূটনীতিকদের জন্যে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এটি একটি নতুন বিনিময় যাত্রা। চীন এবং বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। আগামী বছর দুদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী এবং জনগণের মধ্যে বিনিময় বছর উদযাপন করবে। তরুণ কূটনীতিকরা কেবল চীন-বাংলাদেশ বন্ধুত্বের উত্তরাধিকারী নয়, দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থ বিকাশেও অংশগ্রহণকারী।

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এই মূল্যবান প্রশিক্ষণের সুযোগ দেওয়ার জন্যর চীনা দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চিনে রাষ্ট্রদূত হিসেবে তাঁর মেয়াদকালে চীনে তরুণ বাংলাদেশি কূটনীতিকদের প্রথম প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের কথাও স্মরণ করেন, যা একটি জীবন্ত স্মৃতি রয়ে গেছে। তিনি উল্লেখ করেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী, বিনিময় ও সহযোগিতা জোরদার করার জন্যে উন্মুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়