শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১০:১৬

জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে নবীন বরণ

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে
জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে নবীন বরণ

২২ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার নবীন বরণ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্য দিয়ে ফুল দিয়ে জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

জেদ্দা বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ কবির। বিশেষ অতিথি ছিলেন শ্রম প্রথম সচিব আরিফুল ইসলাম ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন।

অনুষ্ঠানে দেশের উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে কনসাল জেনারেল সুন্দর শিক্ষার পরিবেশ ও বিদেশের মাটিতে দেশের সম্মান উন্নত করতে ছাত্র-ছাত্রীদের সৌদি আরবের আইন শৃঙ্খলা মেনে চলা এবং মাদকমুক্ত শিক্ষার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। নবীন ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যম কর্মী ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়