বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০০:১৭

মিশরের দ্যা গ্রেট পিরামিডের চূড়ায় কুকুর!

আফছার হোসাইন, মিশর থেকে
মিশরের দ্যা গ্রেট পিরামিডের চূড়ায় কুকুর!

বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি মিশরে গিজা জেলার দ্য গ্রেট পিরামিড। ছোট-বড় ছয়টি পিরামিডের মধ্যে কুফু নামের পিরামিড সবচেয়ে বড়ো ও উঁচু। এসব পিরামিডে ওঠা নিষিদ্ধ বা ওঠার ব্যবস্থা নেই বলে ওপরের দৃশ্য দেখার একমাত্র উপায় হলো প্যারাগ্লাইডিং।

গত ১৪ অক্টোবর (সোমবার) অ্যালেক্স ল্যাং নামের এক পর্যটক যখন প্যারাগ্লাইডারে চড়ে ৪৫০০ বছরের পুরানো দ্য গ্রেট পিরামিডের ওপরের দৃশ্য উপভোগ করছিলেন, ঠিক তখনই হঠাৎ তাঁর চোখে পড়লো, পিরামিডের এক কোণায় কিছু একটা নড়াচড়া করছে। ভালো করে লক্ষ্য করে দেখেন, পিরামিডের একেবারে ওপরে একটি কুকুর পাখি দেখে ঘেউ ঘেউ করছে, আর তখনই তার সাথে থাকা ক্যামেরা দিয়ে বন্দি করেন সেই দৃশ্য।

পিরামিডের ওপরের অপ্রত্যাশিত এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অবাক করে দিয়েছে। কারণ, গ্রেট পিরামিডের সংরক্ষণ ও নিরাপত্তার বিষয় মাথায় রেখে পর্যটকদের পিরামিডের ওপর ওঠা কঠোরভাবে নিষিদ্ধ। মনে হচ্ছে, কারও সহযোগিতা ছাড়াই কুকুরটি পিরামিডের চূড়ায় উঠেছে।

এই কুকুর পিরামিডের এতো উঁচুতে কীভাবে উঠলো সে ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তবে মঙ্গলবার বিকেলের দিকে কুকুরটি নিরাপদে গ্রেট পিরামিডের নিচে নেমে এসেছে।

মিশরের গিজার প্রাচীন গ্রেট পিরামিড নিয়ে পৃথিবীর মানুষের আগ্রহের কমতি নেই। ফারাও রাজা খুফুর রাজত্বকালে খ্রিস্টপূর্ব ২৫৮০ থেকে ২৫৬৫ সালের মধ্যে এই পিরামিড নির্মাণ করা হয়েছিলো বলে ধারণা করা হয়। গিজার তিনটি অসাধারণ পিরামিডের মধ্যে এটিই সবচেয়ে বড়। গ্রেট পিরামিড ইউনেসকোর ঘোষিত বিশ্ব ঐতিহ্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়