রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০০:১৬

স্পেনে বাংলাদেশি সংগঠনের জমজমাট ফুটবল টুর্নামেন্ট

স্পেন প্রতিনিধি
স্পেনে বাংলাদেশি সংগঠনের জমজমাট ফুটবল টুর্নামেন্ট

স্পেনে ‘অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া’-এর উদ্যোগে আয়োজিত ‘সিক্স এ সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২৪’-এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বার্সেলোনার স্থানীয় একটি মাঠে অনুষ্ঠিত সমাপনী খেলায় ‘ভাই ব্রাদার্স’ দল ‘ভয়েস অব গোলাপগঞ্জ’ দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যম্পিয়ন হয়। খেলা উপভোগ করতে মাঠে শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত হন। আয়োজক সংগঠনের সভাপতি করিম আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও রেদোয়ান হোসেনের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কাউন্সেলর রামন পেদ্র বেরনাউস। বিশেষ অতিথি ছিলেন বার্সেলোনা সিটি কর্পোরেশনের ক্রীড়া বিভাগের কাউন্সেলর ওরিয়ল গনজালেজ ট্রনকোসো। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে নর্থ রিজিওন-এর সভাপতি হাজী ফয়জুল ইসলাম, গালাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস, ইউকে-এর সাবেক সভাপতি বেলাল হোসেইন, নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক নূরে আলম রব্বানী, সাবেক সাধারণ সম্পাদক কলন্দর তালুকদার, ইংল্যান্ড প্রবাসী আব্দুল মানিক, কামরুল ইসলাম ও মুজিবুর রহমান উজ্জ্বল, বার্সেলোনার প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাছিত কয়ছর, স্পেন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি আলাউদ্দিন হক নেছা, সাধারণ সম্পাদক শফিক খান, বার্সেলোনা বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু নিয়াজি, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আয়েবার, সহ- সভাপতি হাজী মোহাম্মদ সুলতান, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য সদস্য তুতিউর রহমান, অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন খান, কোষাধ্যক্ষ ছালেহ আলী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদুল সুহেদ, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হাকিম, স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, বার্সেলোনা বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম, স্পেন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. ছালাহ উদ্দিন, সহঃ কোষাধ্যক্ষ লায়েবুর রহমান, বার্সেলোনা বিজনেস ক্লাবের সভাপতি সোহেল গাজী, বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম, শাহ আলম স্বাধীন, বিয়ানিবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুল আলিম, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবুল কালাম, কমিউনিটি ব্যক্তিত্ব আবু ইউসুফ, আব্দুল জব্বার, মো. রফিক উদ্দিন, মুহিবুল হাসান খান কয়েস, খালেদুর রহমান, ইলিয়াস আলী, ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সল আহমদ, কিংস ক্রিকেট ক্লাবের ময়েজ উদ্দিন ও মোহন, মানবাধিকার কর্মী মোহামেদ কামরুল, নোয়াখালী সমিতির আব্দুর রাজ্জাক লিটন, আব্দুল জব্বার খসরু, নুরুজ্জামান, সানাউল রিয়াজ বাবুল, তাজুল ইসলাম, ফারহাদ হোসেন, অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সহ- ক্রীড়া সম্পাদক সজীব বেপারী, ইমন আহমদ, নিজাম উদ্দীন , জসিম উদ্দিন প্রমুখ। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে সমবেত অতিথিরা ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

প্রসঙ্গত, ফুটবল টুর্নামেন্টটি গত ২৩ সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং এ টুর্নামেন্টে ২৪টি প্রবাসী বাংলাদেশি দল অংশগ্রহণ করে। ফলে এটি ভীষণ জমজমাট হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়