শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০০:১৩

মিশরে বাস দুর্ঘটনায় ১২ মেডিকেল শিক্ষার্থী নিহত, আহত ৩৩

আফছার হোসাইন, মিশর থেকে
মিশরে বাস দুর্ঘটনায় ১২ মেডিকেল শিক্ষার্থী নিহত, আহত ৩৩

মিশরের আল-জালালা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস চলন্ত অবস্থায় উল্টে গেলে অন্তত ১২ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৩ শিক্ষার্থী। সোমবার (১৪ অক্টোবর) উত্তর-পূর্ব মিশরের জালালা মহাসড়কে বাসটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ঐ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাদিনের ক্লাস শেষ করে সন্ধ্যায় বাসযোগে সুইজ-জালালা মহাসড়ক দিয়ে আইনে সুখনা রিসোর্টে তাদের ডরমেটরিতে ফিরছিলেন।

বাসটি আল-জালালা হাইওয়ের একটি নির্দিষ্ট পয়েন্টের কাছে আসার সাথে সাথে গাড়ির গতি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চালক বাসের নিয়ন্ত্রণ হারায়। এমতাবস্থায় পরপর তিনবার বাসটি উল্টে যায়। এতে কিছু শিক্ষার্থী বাস থেকে পড়ে যায় এবং বিধ্বস্ত বাসটির নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করে। আহতদের চিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।

মিশরে জনপ্রিয় পত্রিকা মাসর-ঈল-ইয়ুম জানায়, দুর্ঘটনার পরপরই ২৮টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত সুয়েজ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল-গাফফার এবং উচ্চ শিক্ষামন্ত্রী আয়মান আশুর শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবহন নিরাপত্তার মান ভালো না হওয়ায় প্রতি বছর মিশরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের প্রাণ যায়। এই দুর্ঘটনার পেছনে গতি, খারাপ রাস্তাঘাট এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগই দায়ী বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং বাসটির চালককে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়