রবিবার, ২০ অক্টোবর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০০:১১

লন্ডনে চ্যারিটি অনুষ্ঠান ও দুদেশের সমন্বয়ে কালচারাল সভা

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া
লন্ডনে চ্যারিটি অনুষ্ঠান ও দুদেশের সমন্বয়ে কালচারাল সভা

বাংলাদেশী মডেল ও টেলিভিশন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সম্মানে বার্কিং টাউন হলে বৃহস্পতিবার বিকেল ৪ টায় লন্ডন বরো অফ বার্কিং অ্যান্ড ডাগেনহামের মেয়র মঈন কাদরীর উদ্যোগে এক চ্যারিটি অনুষ্ঠান ও দুদেশের সমন্বয়ে কালচারাল সভা অনুষ্ঠিত হয় । জনাব মঈন কাদরীর আমন্ত্রণে বার্কিং টাউন হলের সাবেক পার্লামেন্ট কক্ষটি মানুষের কানায় কানায় পরিপূর্ণ হয়। এতে যোগদান করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ । মঈন কাদরীর সভাপতিত্বে একে একে বক্তব্য রাখেন কাউন্সিলর সাঈদ গণি, ফজলুল হক, রবিনসন, সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, ড.আজিজুল আম্বিয়া, নুরুল ইসলাম, রুনা লায়লা, নাজমা বেগম, সাত্তার আহদ সহ অনেকে। সভায় বক্তারা দুদেশের দৃষ্টি ও সংস্কৃতি নিয়ে আলাপ-আলোচনা করেন। এছাড়া সাদিয়া ইসলাম মৌ নাটকের অভিনয়ের সাথে সাথে একজন মডেল এবং ভালো ডান্সার হওয়ারও গৌরব অর্জন করেছেন বলে তিনি বাংলাদেশের একজন যথার্থ অ্যাম্বাসেডর বলে তারা ঘোষণা দেন । সভায় সবার উপস্থিতির জন্যে ধন্যবাদ জানান মেয়র এবং তিনি বলেন, তার এ রকম মহতী উদ্যোগ তিনি চালু রাখবেন সব সময়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়