শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১১:৩০

বার্সেলোনায় ব্যাপক আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক
বার্সেলোনায় ব্যাপক আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপন

স্পেনের বার্সেলোনায় আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। স্পেনের কাতালোনিয়া অঙ্গরাজ্যে বসবাসকারী প্রায় আটশত হিন্দু সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় উক্ত পূজা উৎসব ৪ দিনব্যপী পালিত হয়। একটানা ৪ দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতায় ছিলো ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও মহানবমী এবং ১২ অক্টোবর বিজয়া দশমী।

হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠন এসোসিয়েশন কালচার হিন্দু বার্সেলোনার উদ্যোগে বার্সেলোনায় চার তারকা হোটেল সুনটেল-এর আকুয়ারেইয়া অডিটোরিয়ামে অস্থায়ী পূজামণ্ডপে এ দুর্গোৎসবের আয়োজন করা হয়। বিভিন্ন ধর্মীয় রীতিনীতি ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে পূজা উদযাপন করা হয়। পূজা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আশুতোষ দে, সুমন সাহা, শঙ্কর দেবনাথ, শিমুল চক্রবর্তী, সুব্রত পাল, রাজিব কুমার, রিন্টু দেব, জয়দেব জয়, নয়ন দেব, সজিব মার্টিন, নিক্ষন রয়, রিন্টু দেব প্রমুখ।

কাতালোনিয়ায় বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীদের পরিবার পরিজনের অংশগ্রহণসহ শিশু-কিশোরদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ ছিলো লক্ষ্যণীয়। প্রতিদিনের ধর্মীয় আচার-অনুষ্ঠানে অস্থায়ী পূজামণ্ডপের হল দর্শক ও ভক্তদের ভিড়ে পরিপূর্ণ ছিলো।

পূজা অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বার্সেলোনা ও তার পার্শ্ববর্তী শহরের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়