শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ২৩:৩৯

সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রবীর চক্রবর্তী
সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
ফরিদগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ। পূজা বলেন আর ঈদ বলেন, প্রতিটি ধর্মীয় উৎসবের সময় আমরা সকল সম্প্রদায়ের মানুষ উৎসবের আনন্দে মেতে উঠি। আজকে শারদীয় দুর্গাপূজার সময় বস্ত্র বিতরণকালে নিজ ধর্মের লোকজনের বাইরে অন্য ধর্মের লোকজনকে সহায়তাকালীন সময় আমি নিজে উপস্থিত থাকতে পেরে উচ্ছ্বসিত। আমি দাসপাড়া যুব সংঘ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ, তারা পূজার বাইরেও সামাজিক কর্মকাণ্ডে তাদের অব্যাহত কর্মকাণ্ড রাখছেন। আমাদের মনে রাখতে হবে, মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনায় সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ ছিলো। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সকল শ্রেণি, বর্ণ ও ধর্মের মানুষ অংশগ্রহণ করেন। আমি পূজামণ্ডপগুলো ঘুরে যে পরিমাণে লোকজনের উপস্থিতি দেখছি, তাতে আমি আশান্বিত সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে। শুক্রবার রাতে ফরিদগঞ্জ উপজেলা সদরের দাসপাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে ও বস্ত্র বিতরণ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক এ কথাগুলো বলেন। দাসপাড়া যুবসংঘের সভাপতি পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক পরেশ মালাকার, ফরিদগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার ওসি হানিফ সরকার ও উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী। পরে অতিথিবৃন্দ উপজেলা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরস্থ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়