মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২১:৩৫

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা

অনলাইন ডেস্ক
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো  ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা

চাঁদপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা। সোমবার (১১ আগস্ট ২০২৫) সকালে শহরের ছায়াবাণী রসুইঘর রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। কারণ, সময়ই জীবনের মূলধন। নৈতিকতা ও চরিত্র গঠনের মাধ্যমে একজন মানুষ প্রকৃত অর্থে সফল হতে পারে। পড়ালেখার পাশাপাশি নিজেদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোজাফফর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চাঁদপুর পৌর আমীর শাহজাহান খান। এছাড়া চাঁদপুর শহর শিবিরের সাবেক সভাপতিবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।

চাঁদপুর শহর শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পারভেজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তিন শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী অংশগ্রহণ করে। অতিথিবৃন্দ সংবর্ধিতদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়