শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৯:১৪

মা ইলিশ রক্ষায় উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা

২৫ কেজি হারে চাল পাবেন ৪৩ হাজার জেলে

স্টাফ রিপোর্টার
২৫ কেজি হারে চাল পাবেন ৪৩ হাজার জেলে
মা ইলিশ রক্ষা অভিযান-২০২৪ বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত

চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধকালে জেলেদের জন্যে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। চাঁদপুর জেলার ৪টি উপজেলায় মা ইলিশ আহরণে বিরত থাকা ৪৩ হাজার জেলে পরিবারের জন্যে জনপ্রতি ২৫ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ইউনিয়ন পর্যায় জেলে চাল বিতরণের জন্যে সরকারি গুদাম থেকে চাল উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। মা ইলিশ রক্ষা অভিযান ২০২৪ সফল করতে চাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা সফল করতে এবং এ সময় বেকার জেলেদের খাদ্য সহায়তা প্রদানে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়। এ বছর চাঁদপুরে সরকারি তালিকায় থাকা ৪৩ হাজার ৭৭৫ জেলেকে উল্লেখিত খাদ্য সহায়তা দেয়া হবে। সভায় নীতিনির্ধারণী বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। তিনি বলেন, তালিকাভুক্ত জেলেরা যাতে যথাসময়ে তাদের খাদ্য প্রণোদনা পেতে পারে, সে জন্যে সংশ্লিষ্ট সবাই কাজ করবেন। একই সঙ্গে অভয়াশ্রমে লোভে পড়ে কোনো জেলে যেনো মা ইলিশ নিধন করতে না পারে তার জন্যেও প্রশাসন, মৎস্য বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টানা ২২ দিন তৎপর থাকবেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, পুলিশ পরিদর্শক রাজীব শর্মা, মৎস্যজীবী নেতা তসলিম বেপারী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতা। সভায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর আশপাশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এ ২২ দিন মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়