শুক্রবার, ১১ জুলাই, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ২৩:১৯

প্রতিবন্ধী কিশোরীকে স্মৃতিময় যুব সংগঠনের হুইল চেয়ার প্রদান

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
প্রতিবন্ধী কিশোরীকে স্মৃতিময় যুব সংগঠনের হুইল চেয়ার প্রদান
স্মৃতিময় যুব সংগঠনের পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করার দৃশ্য

চাঁদপুরের সামাজিক ও মানবিক সংগঠন স্মৃতিময় যুব সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধী কিশোরীকে হুইল চেয়ার এবং ১টি দরিদ্র পরিবারকে ১ মাসের খাদ্য সামগ্রী‌ ও ঔষধ প্রদান করা হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব রামদাসদী গ্রামে এই হুইল চেয়ার প্রদান করা হয়।

সংগঠনের সদস্যরা পূর্ব রামদাসদী পাটোয়ারী বাড়ির সেলিম পাটোয়ারীর হাতে তার ২০ বছরের প্রতিবন্ধী মেয়ের জন্যে এই হুইল চেয়ারটি প্রদান করেন। এ সময় স্মৃতিময় যুব সংঘের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বিগত কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রেখে সংগঠনের সফল্য কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য মাওলানা শরীফুল ইসলাম।

এর আগে একই গ্রামের হতদরিদ্র রিক্সা চালক আব্দুর রাজ্জাক বেপারী দীর্ঘদিন অসুস্থ ও ঢাকায় চিকিৎসাধীন থাকায় তার পরিবারের হাতে এক মাসের খাদ্য সামগ্রী এবং ঔষধপত্রাদি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়