শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৫

বিষ্ণুপুরে মুক্তিযোদ্ধা ও ব্যাংকারের মৃত্যু

স্টাফ রিপোর্টার
বিষ্ণুপুরে মুক্তিযোদ্ধা ও ব্যাংকারের  মৃত্যু
ছবি : প্রতীকি

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দামোদরদী ও বিষ্ণুপুর গ্রামে একই দিনে দুজনের মৃত্যু হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় দামোদরদী গ্রামের মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মাহমুদুর হোসেন বাবলু (৭৪) ও বিষ্ণুপুর গ্রামের মোঃ আশরাফুল আলম বেপারী (৪৫) ঐদিন রাত ১১টা ৩০মিনিটে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরদিন শুক্রবার সকাল ৯ টায় বিষ্ণুপুর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে আশরাফুল আলম বেপারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ওই মসজিদের খতিব মাওলানা মোঃ আনোয়ার হোসেন। জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মানিকুর রহমান মানিক। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি

ঢাকা উত্তরা ব্যাংকে কর্মরত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

দামোদরদী গ্রামের মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মাহমুদুর হোসেন বাবলুর জানাজা শুক্রবার সকাল ১০টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মিয়া বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবদুর রহমান গাজী। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন চাঁদপুর সদর উপজেলার

সহকারী কমিশনার (ভূমি) ও চাঁদপুর সদর মডেল থানার এসআই আকরামুল হক। পরে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়