রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৪

রুহুল আমিন গাজীর মৃত্যুতে এসএ সুলতান টিটুর শোক

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
রুহুল আমিন গাজীর মৃত্যুতে এসএ সুলতান টিটুর শোক
চাঁদপুরের কৃতী সন্তান মরহুম রুহুল আমিন গাজী

দেশবরেণ্য সাংবাদিক, বিএফইউজের সভাপতি, চাঁদপুরের কৃতী সন্তান রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সাবেক এমপি, জেলা বিএনপি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি ফ্লা. লে. (অব.) এস এ সুলতান টিটু। তিনি এক শোকবার্তায় বলেন, রুহুল আমিন গাজীর মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। আমার আত্মশ্লাঘা এইখানে যে, চাঁদপুর সদর উপজেলার যে হানারচর ইউনিয়নে আমার পিতার জন্মস্থান ও আমার শৈশবের স্মৃতিবিজড়িত, যেখানে দেশের সাংবাদিকতা জগতের পথিকৃৎ সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিনের জন্ম এবং যিনি আমার পিতৃব্য, সে ইউনিয়নেই রুহুল আমিন গাজীর জন্ম। আমার ইউনিয়ন ধন্য মোহাম্মদ নাসিরউদ্দিন ও রুহুল আমিন গাজীর মতো বরেণ্য ব্যক্তিত্বদের জন্মস্থান বলে। আমি রুহুল আমিন গাজীর মৃত্যুতে ভীষণভাবে মর্মাহত। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়