বুধবার, ১৪ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০২

ঠিক করা হচ্ছে ট্রাক রোড, ব্রিজ সড়কের ভাঙা স্থান মেরামত-

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
ঠিক করা হচ্ছে ট্রাক রোড, ব্রিজ সড়কের ভাঙা স্থান মেরামত-
চাঁদপুর পৌরসভার চলমান উন্নয়ন কাজের খন্ড চিত্র

চাঁদপুর পৌরসভার প্রশাসকের উদ্যোগে

জরাজীর্ণ শহরের ট্রাক রোডের কাজ শুরু হয়েছে। জরুরী মেরামতের পর চলাচলের উপযোগী হলে রাস্তার পিচ ঢালাই হবে। কুমিল্লা রোড, লোহারপুল- দোকানঘর রোড এবং ট্রাক রোডের কাজ একসাথেই চলছে। এছাড়াও নতুন বাজার পুরান বাজার সংযোগ সেতু র এপ্রোচ রোডের ভাঙা স্থানগুলো মেরামত করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় জরুরী মেরামতের পাশাপাশি আরসিসি ড্রেনসহ অন্যান্য কাজও চলমান।

চাঁদপুর পৌর প্রশাসকের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

কাজের মানের ক্ষেত্রে যে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে পৌর নির্বাহী প্রকৌশলী (০১৭১১২৬১০৪৪) কে এবং প্রতিকার না পেলে পৌর প্রশাসক (০১৭৩০০৬৭০৫৩) কে অবহিত করার জন্য বলা হয়েছে ।

পুরান বাজার লোহারপুল থেকে পলাশের মোড় রয়েজ রোডের এই রাস্তাটুকুও কিছুদিনের মধ্যে কাজ করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী এএইচএম শামসুদ্দোহা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়