প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৮
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শাহরাস্তি পৌরসভায় মিলাদ মাহফিল
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শাহরাস্তি পৌরসভার উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ রবিউল আউয়াল ১৬ সেপ্টেম্বর সকালে পৌরসভার মিলনায়তনে দিবসটি উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। আলোচনা সভায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে বক্তারা বলেন, বিশ্ব নবীর আগমন না হলে পৃথিবী সৃষ্টি হতো না। আমাদের জীবনে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। নবীর আদর্শ বাস্তবায়ন হলে দেশে শান্তি ফিরে আসবে। একমাত্র নবীর আদর্শই আমাদের মুক্তির একমাত্র পথ। এসময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার কাউন্সিলর আঃ কুদ্দুস রানা, মিজানুর রহমান, আবুল কাশেম, মোঃ মিজানুর রহমান, আবু সুফিয়ান, মাহবুব আলম, কামাল হোসেন, কিরন, মানিক,ছোটন প্রমুখ।