প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪
হাজীগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস উদযাপিত
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপিত হয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে উদযাপিত হয়।
|আরো খবর
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় ইমামে রাব্বানী দরবার শরীফ থেকে জশনে জুলুছ শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফ জামে মসজিদে এসে মিলিত হয়। মসজিদে আলোচনা শেষে বিশ্ব শান্তি কামনা করে মিলাদ-কিয়াম ও বিশেষ মোনাজাত করা হয়।
হাজীগঞ্জ উপজেলার ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের মেজো শাহজাদা পীরে কামেল হযরতুল আল্লামা সৈয়দ জাহান শাহ্ মোজাদ্দেদী (রাহমাতুল্লাহি আলাইহি)-এর বড় সাহেবজাদা সৈয়দ মাখদুম শাহ্ আল-মাদানীর নেতৃত্বে হাজীগঞ্জে বিশাল পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছে।
তিনি আলোচনায় বলেন, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আগমন দিবস উদ্যাপনকে শিরিক-বিদআত ফতোয়া দিয়ে মুসলমানদের গোমরাহী করছে তারা কবরে, হাশরে ও মিজানে জবাব দেয়ার সুযোগ পাবে না। নিশ্চয়ই নবীদ্রোহীরা জাহান্নামের নিম্নস্তরে স্থান পাবে।
ইমামে রাব্বানী দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যাপন কমিটির আহ্বায়ক ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ্র সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব গাজী মোঃ আব্দুর রাহীম।
অন্যান্যের মধ্যে পীরে ত্বরিক্বত মাওলানা সামসুদ্দোহা বারী, মাওলানা শাহাদাত হোসেন জালালী, মাওলানা শাহজালাল আবেদীনসহ কয়েক হাজার নবীপ্রেমিক মুসল্লি উপস্থিত ছিলেন।
মোনাজাতের পর মুসল্লিদের তবররুক বিতরণের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মেহমানদারীর সুন্নাত বাস্তবায়ন করা হয়।