প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৯
শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্নে বর্ধিত সভা
চাঁদপুরে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের শ্রীশ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা সভাপতি সুভাষ চন্দ্র রায়। সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি পরেশ মালাকার, কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক বিনয় সরকার, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রনজিৎ সাহা মুন্না, পৌর শাখার সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার, ছাত্র-জনতা ঐক্য পরিষদ চাঁদপুরের সমন্বয়ক কানাই দে, তিথি সরকার, সাংবাদিক (কচুয়া) মানিক ভৌমিক, শ্রীশ্রী রাজকৃষ্ণ মিশন, কোষাধ্যক্ষ স্বামী সুবলানন্দ মহারাজ, হাইমচর পূজা উদযাপন পরিষদ সভাপতি বিবেক লাল মজুমদার, ফরিদগঞ্জ উপজেলার আহ্বায়ক লিটন কুমার দাস, মতলব দক্ষিণের কিশোর কুমার ঘোষ, শাহরাস্তি উপজেলার সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, কচুয়া উপজেলার সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, হরিজন সম্প্রদায়ের পক্ষে প্রদীপ দাস, গোপাল জিউড় আখড়া মন্দিরের সাধারণ সম্পাদক বাপ্পী পাল, সহ-সভাপতি চিররঞ্জন রায়, পুরাণবাজার প্রভাতী সংঘের মানিক চন্দ্র সূত্রধর, গুহ বাড়ির সভাপতি শিখা চক্রবর্তী, মাখন সাহা, মঠখোলা শীল বাড়ি ব্রজ বল্লব আচার্যী, রমেশ দে বাড়ির দুলাল চন্দ্র, মহামায়ার প্রদীপ দত্ত, বালিয়ার সুভাষ, তিমির সাহা, পুরাণবাজার পালপাড়ার বলাই চন্দ্র সরকার প্রমুখ।