প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৭
মালয়েশিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ার মালাকা রাজ্যের বুকিত বারু সিটি পার্কে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশির নাম হাবিব উল্লাহ।
|আরো খবর
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, হাবিব উল্লাহকে (৩৯) তামান পারকোটায় রাস্তার ধারে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার পাশে একটি লনমাওয়ার বা ঘাস কাটার মেশিন পাওয়া যায়।
ক্রিস্টোফার বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার আগে পাঁচজন শ্রমিক একসাথে ঘাস কাটছিলেন। লোকটি ঘাস কাটার সময় মাটি থেকে তারের গোছা সরানোর চেষ্টা করেন। তারটি ধরার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় প্রত্যক্ষদর্শী এবং একজন সহকর্মী তাকে বৈদ্যুতিক তার থেকে ছাড়াতে একটি লাঠি দিয়ে আঘাত করেন। কিন্তু ততক্ষণে নিস্তেজ হয়ে পড়েন সেই বাংলাদেশি কর্মী।
মরদেহটি মালাকা হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে এবং মামলাটিকে আকস্মিক মৃত্যু হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।