সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০১:০১

হাইমচর উপজেলায় ২০১৯-২০২০ অর্থ বছরে বরাদ্দকৃত রাস্তার কাজে ঠিকাদারকে বাধা

শরীফুল ইসলাম,হাইমচর
হাইমচর উপজেলায় ২০১৯-২০২০ অর্থ বছরে বরাদ্দকৃত রাস্তার কাজে ঠিকাদারকে বাধা

হাইমচর উপজেলাধী চরভাঙ্গা গ্রামীন সড়ক নামক সড়কটি চরভাঙ্গা জয়দল মোল্লার বাড়ী হইতে হাওলাদার বাড়ী ৬নং চরভৈরবী ইউনিয়নের ২নং ওয়ার্ড নদীর পাড় পর্যন্ত ch০০-2170m সড়কটি (Project Name-GCP-3, Road, code 413475031, Estimate cost-13723638/=) বরাদ্দ হয় ২০১৯-২০২০ অর্থ বছরে।

ঠিকাদার প্রতিষ্ঠান কাজ হাতে পাওয়ার পর চরভাঙ্গা জয়দল মোল্লার বাড়ী হইতে প্রায় ch০০-1900m রাস্তার কাজ করতে পারে বাকী কাজ করার আগেই ঠিকাদার প্রতিষ্ঠান কে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে।নিরুপায় হয়ে ঠিকাদার প্রতিষ্ঠান টি কাজ বন্ধ করতে বাধ্য হয়।বন্ধকৃত রাস্তার আশে পাশের সাধারন মানুষের কাছ থেকে জানা যায় ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় ৪০/৫০ টি পরিবারের যাতায়াত।ঐ এলাকার বিজয় মহাজন নামে এক জন সংখ্যালগুর দোহাই দিয়ে সরকারের বিভিন্ন কার্যালয়ে দরখাস্ত দিয়ে এ কাজ বন্ধ রেখেছে।তাছাড়াও এলাকার মানুষ কয়েকবার মানববন্ধন কর্মসূচি করে এ ২০০ মিটার কাজ সম্পুর্ন করাতে পারেনি।নদীর এলাকার চরআঞ্চল থেকে কাঁচামাল সহ বিভিন্ন মালামাল এ সড়কটি দিয়ে প্রায় ৩০/৪০ বছর ধরে আনা নেওয়া করে আসছে।এলাকাবাসী আরো বলে আমরা প্রতিবাদ করার কারনে প্রায় এলাকার ২০/৩০ জনের বিরুদ্ধে জমি সংক্রান্ত মামলা দায়ের করেন বিজয় মহাজন।বিজয় মহাজন নাকি এলাকার অধিকাংশ মানুষের কাছে প্রতৃকজমি পাওনা।মেঘনা নদীর ভাঙ্গনের কারনে এই সকল সাধারণ মানুষ বিজয় মহাজন এর চাচার কাছ থেকে জমি ক্রয় করে কোন রকম জীবনযাপন করছে।নদীভাংতি মানুষ গুলো সব হারিয়ে কোনরকম একটু ভিটেমাটি কিনে বেঁচে আছে কিন্তু বিজয় মহাজন নামে এই লোক বিভিন্ন ভাবে সংখ্যালগুর দোহাই দিয়ে সাধারণ মানুষ গুলো কে প্রসাশন দিয়ে হয়রানি করছে।সর্বশেষ ২০১৯-২০২০ অর্থ বছরে বরাদ্দকৃত রাস্তার কাজে ঠিকাদার কে বাধা সহ বিভিন্ন ভাবে হুমকি দুমকি দিতে থাকে।৬নং চরবৈরভী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড এর সাধারণ জনগনের সরকারের উপরের মহলের কাছে দাবী যতদ্রুত সম্ভব এই বিজয় মহাজনের উদ্ভট ও মিথ্যা মামলা থেকে সকলকে মুক্তি সহ ৪০/৫০ টি পরিবারের প্রতিদিনের যাতায়াত এর রাস্তাটির কাজ সম্পুর্ন করা হোক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়