বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১৫:৫৮

দুবাইতে পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র পঞ্চম বর্ষপূর্তি

শরীফুল ইসলাম সংযুক্ত আরব আমিরাত
দুবাইতে পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র পঞ্চম বর্ষপূর্তি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি স্থানীয় হোটেলের অডিটোরিয়ামে জমজমাট আয়োজনের মধ্যদিয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

উদযাপন অনুষ্ঠানে বিপিসির সকল সদস্যের উপস্থিতিতে বর্ষপূর্তীর আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের স্বার্থে তাদের পুর্বের করা বিভিন্ন কর্মকান্ড গুলো তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সিবলী আল সাদিক বলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের সকল সদস্যদের মনে রাখতে হবে, সাংবাদিকতা মানে অনুসন্ধানি মন। তাই সবসময় নিজেদের নিত্য নতুন তথ্য ভিত্তিক সংবাদ প্রচারে নিয়োজিত রাখতে হবে।সাংবাদিকতায় সবসময় নিজেকে নিরেপক্ষ ও সাহসী মনোভাবে রাখতে হবে।

এসময় সংগঠনটির সাধারন সম্পাদক কামরুল হাসান জনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের সকলেই নিজেদের কর্মকে তাদের কর্মের মাধ্যমে ফুটিয়ে তুলছেন নিয়মিত। তাই নতুন সদস্যদের আরো অভিঙ্গতা অর্জন করতে হবে। যেন এই ধারাবাহিকতা ধরে রাখা যায়।

সংগঠনের সিনিয়র সহ সভাপতি মামুনর রশীদ এসময় তার বক্তব্যে বলেন,এটি শুধুমাত্র পেশাদার সাংবাদিকতা যারা করেন তাদের নিয়ে গঠিত সংগঠন। তাই শুধু নামে না কর্মে তা সবাইকে প্রমাণ করতে হবে।

বর্ষপূতী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক ইসমাইল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

সমিতির বর্ষপূর্তী উপলক্ষে আগামী ১৮ নভেম্বর বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র আয়োজনে বনভোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়