প্রকাশ : ২১ আগস্ট ২০২১, ২৩:৫৭
স্রোতের প্রতিকূলে
সৌখিন ফটোগ্রাফার : উজ্জ্বল হোসাইন, আইটি কর্মকর্তা, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল, চাঁদপুর।

পিছুটান ভুলে, স্রোতের প্রতিকূলে, বৈঠা তুলে এগিয়ে যায় মাঝি। ঢেউ ভেঙ্গে আছড়ে পড়ে তরীর কিনারায়। হয়তো মাঝি নিজেও জানে না কোন ঐতিহাসিক সীমানায় তিনি দাঁড়িয়ে। ত্রিনদীর জল, ত্রিনদীর হাওয়া ত্রিমুখী হয়ে হয়তো লাগছে তাঁর গায়। তবুও মাঝি ধায়, গন্তব্যে যায়, ত্রিনদীর রোমঞ্চ তাঁকে আন্দোলিত করে না। ছবি লোকেশন : মোলহেড, বড় স্টেশন, চাঁদপুর।