শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ২০:৩৯

বিষ্ণাদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম ও ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক অনুষ্ঠান

বিষ্ণাদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়  আলিম ও ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক অনুষ্ঠান
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের বিষ্ণুদি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে বুধবার দুপুর ১১টায় আলিম ও ফাজিল প্রথম বর্ষের নবীন বরণ ও ছবক অনুষ্ঠান মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ।

তিনি বলেন,বর্তমান সময়ে দ্বীনি শিক্ষা যে কতটুকু গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই উপলব্ধি করতে পারছি।কিন্তু আমাদের নিজেদেরকে ও পরিবারকে ধর্মীয় শিক্ষায় গড়ার যে গুরুত্ব তা ও আমরা উপলব্ধি করতে পারছি না।

আমাদের কাছ থেকে কিভাবে মানবিকতা ও নৈতিক চরিত্র লোপ পাচ্ছে সেটা ও আমরা উপলব্ধি করতে পারছি না। কারণ আমরা যে যেই ধারার শিক্ষা গ্রহণ করিনা কেন নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারছি না।

তাই আমাদেরকে নৈতিক শিক্ষা গ্রহণ করে ভালো মনে মানুষ হতে হবে। তাহলেই আমরা নৈতিক শিক্ষায় সুশিক্ষিত হতে পারব।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ছবক পাঠ করান ফরাজী কান্দি কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অত্র প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য মোঃ মফিদুল হক মজুমদার ।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য সেলিম পাটোয়ারী, কবির হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে দোয়ার আয়োজন করা হয়। সবশেষে নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়