প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ১০:০৮
মায়াবী মোহনা
সৌখিন ফটোগ্রাফার : রোটাঃ মোঃ রফিকুল ইসলাম, ট্রেজার, চাঁদপুর রোটারী ক্লাব, রোটারী জেলা-৩২৮২, বাংলাদেশ

পদ্মা আর মেঘনায়, মায়াবী মোহনায় খেলা করে জলরাশি, এই অপরূপ নদী ও আকাশ আমি বড় ভালোবাসি। নদীর উপর আকাশের অনুরাগের ছায়া, তাইতো আকাশের প্রতি নদীর এতো মায়া। নদীর বুকে যখন পড়ে আকাশের নীল আলো, আমার মত নদীরও কী তা লেগেছিলো খুব ভালো? লোকেশন : বড় স্টেশন মোলহেড, চাঁদপুর।