প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৬
সড়কে কাঠুরিয়াদের কাঠে যান ও জন চলাচলে দুর্ভোগ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ঢাকা দোহার সড়কে কাঠুরিয়ারা কাঠ সংগ্রহ করে সড়কের পাশে কাঠ বুঝাই গাড়ি ঘন্টার পর ঘন্টা থামিয়ে রাখেন অপরদিকে রাস্তাটি ও অপ্রশস্ত এতে সড়কটিতে যানজটের ফলে যান চলাচলরত যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।অনেক কাঠুরি বনজগাছ ক্রয় করে গাছগুলো রান্নার কাজে জ্বালানি( খড়ি) হিসাবে বিক্রি করেন সেই গাছ কোঠার দিয়ে সড়কের পাশে কেটে সেই কাঠ খড়ি সড়কেরই ফেলে রাখেন। এতে কখনো সাময়িক কখনো দীর্ঘ সময় তীব্র যানজটের সৃষ্টি হয় । ভুক্তভোগীরা মনে করেন সড়কে নয় ফাঁকা জায়গায় যেখানে কাঠ রাখলে যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হবে না। সে সব স্থানে এসব কাঠ ও বনজ গাছ রাখা উচিত।