বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:৪৩

শ্রীনগরে তীব্র তাপদাহে আখের ভাসমান দোকানে ক্রেতাদের ভিড়

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে তীব্র তাপদাহে আখের ভাসমান দোকানে ক্রেতাদের ভিড়

শ্রীনগরে তীব্র তাপদাহে আখের ভাসমান দোকানে ক্রেতাদের ভিড়। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাজার, হাট ও রাস্তায় ভ্যানে করে ভাসমান দোকানদারদের আখ বিক্রি করতে দেখা যাচ্ছে, ক্রেতার দের ভিড় লক্ষণীয়। ক্রেতা জুলহাস মৃধাএপ্রতিনিধিকে জানান ,নাতি বাইনা ধরেছে তার উপর প্রচন্ড তাপদাহ তাই আখ নাতির জন্য কিনলাম নাতির সাথে নিজেরাও খাব, এই গরমে কিছুটা হলেও এর রস তৃষ্ণা মিটাবে।এছাড়া কয়েকজন ক্রেতা আখ ক্রয় করে রাস্তার পাশে বসে আখ খাচ্ছিলেন।তারা জানান,প্রচন্ড গরমে আখ ক্রয় করে খাচ্ছেন এতে তূষ্ণা নিবারণ হচ্ছে।বিক্রেতা রফিকুল ইসলাম রফিজ এ প্রতিনিধিকে জানান,আখ গ্রীষ্মকালীন ফসল,তাপ বৃদ্ধি পাওয়ায় প্রচন্ড তাপদাহের কারণে অন্য সময়ের তুলনায় বর্তমানে প্রচুর পরিমাণ আখ বিক্রি বৃদ্ধি পেয়েছে । বিশেষজ্ঞদের মতামত,আখ পেট সংক্রান্ত রোগ নিরাময় করে।আখে রয়েছেএন্টি অক্সিডেন্ট গুনে ভরপুর যা খেলে বদহজম থেকে মুক্তি পাওয়া যায়।আখে রয়েছে ক্যালসিয়াম,পটাশিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম, আখ স্যালাইন হিসেবে কাজ করে তাই প্রচন্ড গরমে শরীর হতে প্রচুর পরিমাণ পানি বের হয়ে পানি শূন্যতা দেখা দেয়।আখে পানি শূন্যতা পূরণ করে। তাই পানীয় হিসাবে পরিষ্কার-পরিচ্ছন্ন আখের রসপান করা অতীব জরুরী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়