রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ জুন ২০২৩, ২০:৪০

হাজীগঞ্জে শতশত ভক্তের অংশ গ্রহনে ৫কিলোমিটার পথ পায়ে হেটে রথযাত্রা সম্পন্ন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে শতশত ভক্তের অংশ গ্রহনে ৫কিলোমিটার পথ পায়ে হেটে রথযাত্রা সম্পন্ন

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে হাজীগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সম্পন্ন হয়েছে। এতে কয়েক শতাধিক সনাতন ধর্মালম্বী অংশগ্রহণ করেন। মঙ্গলবার (২০ জুন) বিকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের উচ্চঙ্গাঁ শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ মন্দির থেকে বের হয়ে প্রায় ৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌরসভাধীন ৫নং ওয়ার্ড মকিমাবাদ পৌর মহাশশ্মান ঘাট এলাকার অভয় নগরে এসে শেষ হয়।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর পরিচালিত শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ মন্দিরের অধ্যক্ষ সুধীর রঞ্জন দেবনাথের সভাপ্রধানে শ্রী শ্রী জগন্নাথ দেবে আগমনি রথযাত্রার উদ্বোধন করেন, মন্দিরের উন্নয়ন ও প্রচার কমিটির সভাপতি, হাজীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক।

রথযাত্রাটি উদ্বোধনের পর হাজীগঞ্জ সদর ইউনিয়নের উচ্চঙ্গাঁ শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ মন্দির থেকে বের হয়ে শত শত নারী পুরুষ আর শিশুদের অংশ গ্রহনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌরসভাধীন ৫নং ওয়ার্ড মকিমাবাদ পৌর মহাশশ্মান ঘাট এলাকার অভয় নগরে এসে শেষ হয়। রথযাত্রাটি টেনে এবং দেবতার নাম জপ, কীর্তন, পুজো অর্চনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠানের সমাপনি ঘটে।

উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমির লাল দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রোটা. প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌরসভা শাখার সভাপতি রাধা কান্ত দাস রাজু প্রমূখ।

এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক সনাতন ধর্মালম্বী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়