বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১২ আগস্ট ২০২১, ১৩:৩৭

শ্রাবণের বিদায় বেলায় ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪১৯তম সাহিত্য আড্ডা

ফরিদগঞ্জ প্রতিনিধি
শ্রাবণের বিদায় বেলায় ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪১৯তম সাহিত্য আড্ডা

শ্রাবণের ঠিক বিদায় ক্ষণে সম্পন্ন হলো লেখক ফোরামের বিশেষ সাহিত্য আড্ডা। করোনাকালীন দীর্ঘ লকডাউন শেষে ১১ আগস্ট বুধবার বিকেল ৫টায় ফরিদগঞ্জের আইফা পাঠাগারে 'ফরিদগঞ্জ লেখক ফোরাম' কর্তৃক আয়োজিত হয় নিয়মিত ৪১৯ তম সাহিত্য আড্ডা৷ করোনাকালীন বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের সাহিত্য আড্ডার বিষয়বস্তু নির্ধারিত হয় 'করোনাকালীন সাহিত্য ভাবনা'। সাধারণত লেখক ফোরামের নিয়মিত পাক্ষিক আড্ডাগুলো শুক্রবার হলেও আড্ডায় বৈচিত্র্য আনতে বুধবারে আড্ডাটি আয়োজনের সিদ্ধান্ত নেন ফোরাম কমিটি৷

ফোরামের মহাপরিচালক, লেখক ও সাংবাদিক নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় আড্ডায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি, কবি ও প্রকাশক কবি দন্ত্যন ইসলাম৷ এছাড়া উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা জনাব মোস্তফা কামাল মুকুল, সাবেক সভাপতি ফাতেমা আক্তার শিল্পী, কাজী ইমাম হোসেন, মহসিন হাসান শুভ্র, তাসনিফ ইমন, মো. সাহেদ, তারেক রহমান তারু, মো. জসিম উদ্দিন, রাসেল মাহমুদ, তানজিল হৃদয়, মেরাজ সাগর, সাকিব হাসান, নজরুল ইসলাম তানজিল প্রমুখ।

আড্ডার বিষয়বস্তু লক্ষ্য রেখে আড্ডারুদের প্রত্যেকেই নিজের করোনাকালীন সাহিত্য ভাবনা তুলে ধরেন৷ এ সময় আড্ডারুদের প্রত্যেকেই জানান লকডাউনের সময়টা কে কোন বইয়ের সাথে সময় কাটিয়েছে৷ করোনাকালীন সাহিত্যচর্চা ও অনুশীলনের কথা উপস্থাপন করেন আড্ডারুরা৷

আড্ডারুদের মতে, ফোরাম কর্তৃক আয়োজিত অন্যতম প্রাণবন্ত আড্ডাগুলোর এটি ছিল অন্যতম একটি৷ মুলত একজন আড্ডারুর 'বই পড়া ও নাটক দেখা সমান'--কথাটি কেন্দ্র করেই কথার শুরু৷ এরপরেই সকলের মধ্যে ছড়িয়ে পড়ে এর পক্ষে বিপক্ষে মত-প্রদান৷ আড্ডারুদের এক দীর্ঘ আলোচনা শেষে সকলেই সম্মত হন 'নাটক সাহিত্যেরই অংশবিশেষ'৷

করোনাকালীন সাহিত্যচর্চার বর্ণনা করতে গিয়ে প্রবীণ আড্ডারুদের অনেকেই তাদের দুরন্ত বয়সের দুর্দান্ত বই-প্রিয়তার স্মৃতি ব্যক্তয় করেন৷ তাদের এই স্মৃতিচারণ বেশ উৎসাহজনক হয়েছে বলে মতামত দেন নবীন সাহিত্যিকদের কেউ কেউ৷ আড্ডায় আবৃত্তি করা হয় ফাতেমা আক্তার শিল্পীর 'সাতকাহন' কবিতাটি৷

পরিশেষে সাহিত্য আড্ডার সাথে চায়ের আড্ডা যুক্ত করে দুটোরই সমাপ্তি ঘোষণা করেন সভাপতি৷ এরই মধ্য দিয়ে সুন্দর সমাপ্তি ঘটে 'ফরিদগঞ্জ লেখক ফোরাম'র ৪১৯ তম সাহিত্য আড্ডার৷ সাহিত্যিকদের হৃদয় সিক্ত হয় সাহিত্যের ছোঁয়ায়৷ হদয়ে উপ্ত হয় নতুন আশার বীজ, সমাজকে নতুন কিছু দেয়ার আসক্তি৷

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়