প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৬:৫৯
পৌর ১৩নং ওয়ার্ড মঠখোলায় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে কমিটি গঠন
চাঁদপুর সদর উপজেলার পৌর ১৩নং ওয়ার্ডে মঠখোলা চলতি বছর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা। 'মঠখোলা সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ' শিরোনামে শিব বাড়িয়া ঠাকুর বাড়িতে অনুষ্ঠিত হবে এই দুর্গোৎসব। পৌর ১৩নং ওয়ার্ডে শারদীয়া দুর্গোৎসব উদযাপনের লক্ষ্য শুক্রবার (২ জুন) মঠখোলা শিব বাড়িয়া ঠাকুর বাড়িতে কমিটি গঠনের উদ্দেশ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে ১ বছর মেয়াদে ব্রজগোপাল আচার্য্য-কে সভাপতি এবং সোহাগ আচার্য্য-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। মঠখোলা সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ-এর প্রধান উপদেষ্টা নন্দলাল আচার্য্যের সভাপতিত্বে ও উপদেষ্টা হারাধন দত্তের সঞ্চালনায় উপস্থিত অতিথিবৃন্দ দুর্গোৎসব উদযাপনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। মঠখোলা সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ-এর উপদেষ্টা হিসেবে রয়েছেন হারাধন দত্ত, কিশোরীলাল আচার্য্য, দুলাল কৃষ্ণ ঘোষ (শাহতলী), গোপাল চন্দ্র পাল, কৃষ্ণলাল আচার্য্য, বিপদভঞ্জন আচার্য্য, অমৃতলাল আচার্য্য, অনিল আচার্য্য, বিধান আচার্য্য, রতনলাল আচার্য্য, জওহরলাল আচার্য্য, শম্ভু পাল, রুপলাল আচার্য্য, অনাদী রঞ্জন আচার্য্য, ননী গোপাল আচার্য্য, নয়ন রঞ্জন দাস, ব্রজ গোপাল দাস (দুলু), সুকমল কর (রামু), প্রাণ গোপাল আচার্য্য, তপন রায় (প্রধান শিক্ষক বাবুরহাট সপ্রাবি), দুলাল দত্ত (চন্দন), যুবরাজ দাস, অরুণ নাগ, গোপাল মজুমদার, দীপক গোস্বামী, দুলাল ধর। কার্যকরী পরিষদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি সঞ্জয় পাল, সহ-সভাপতি তমাল আচার্য্য, সাধন দত্ত, বিমল আচার্য্য, বিবেকানন্দ আচার্য্য, সহ-সম্পাদক সাগর আচার্য্য, যুগ্ন সাধারণ সম্পাদক প্রদিপ আচার্য্য, কমল আচার্য্য, পার্থ দাস, শ্যামল আচার্য্য (উত্তর), সাংগঠনিক সম্পাদক সঞ্জিব আচার্য্য, সহ-সাংগঠনিক সম্পাদক রতন দাস, গনেশ দাস, তপন আচার্য্য, সম্পদ আচার্য্য, প্রনয় আচার্য্য, অর্থ সম্পাদক সুব্রত আচার্য্য, দপ্তর সম্পাদক পলাশ আচার্য্য, সহ-দপ্তর সম্পাদক সৈকত আচার্য্য (দক্ষিন), প্রচার সম্পাদক যুবরাজ চৌধুরি, সহ-প্রচার সম্পাদক কার্তিক শীল, চন্দন দে, শংকর দাস, ভানু রঞ্জন দাস, রাজিব দাস, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক স্বাধীন দত্ত, মহিলা বিষয়ক সম্পাদিকা রত্না রানী আচার্য্য, কার্যনির্বাহী সদস্য সুভাষ রায়, বিজয় গোপাল আচার্য্য, উত্তম চক্রবর্তী, সমির দাস, দিপক আচার্য্য, প্রনব আচার্য্য, পলাশ কুমার দে, শ্যামল আচার্য্য (কড়ৈতলী), রাজিব আচার্য্য, রিপন আচার্য্য, শ্যামল আচার্য্য (দক্ষিণ), বাপ্পি আচার্য্য, কার্তিক দাস, সুশীল দাস, দ্বীপ পাল, পিয়াস আচার্য্য, হৃদয় আচার্য্য, রবি দাস, তপন দাস, নিলয় দাস, প্রিতম দাস।