প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কচুয়া থানা পুলিশের প্রস্তুতিমূলক সভা
উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার লক্ষ্যে থানা পুলশ সর্বাত্মক ভূমিকা রাখবে : সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে কচুয়া থানার আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী।
|আরো খবর
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী কঠোর নিরাপত্তার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্যে পুলিশ প্রশাসন সর্বাত্মক ভূমিকা রাখবে। কেউ ধর্ম নিয়ে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। সরকার সবার জন্যে সমান। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বেকাপ লাইট রাখতে হবে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও এসআই জাহাঙ্গীর আলমের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজলী, উজানী মাদ্রাসার মুহতামিম মুফতি মাহবুব এলাহী, কচুয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আবু হানিফ, কচুয়া পৌর বিএনপি'র আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব, সদস্য সচিব আমান উল্লাহ, ড. মিলন সমর্থিত পৌর বিএনপি'র সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটওয়ারী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফনি ভূষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, পৌর কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল মজুমদার প্রমুখ। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।