প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ১১:৪১
জোড়া নৌকা
সৌখিন ফটোগ্রাফার: ইউসুফ খান অভি, শিক্ষার্থী, সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা।

স্রোতের প্রতিকূলে ইঞ্জিনচালিত দু'টি নৌকা সোজা সমান্তরালভাবে মেঘনার বুকে এগিয়ে যাচ্ছে গন্তব্যে। সামনেই কোন যাত্রীবাহী লঞ্চ জলের সাদা ফেনা তুলে বড় বড় ঢেউ ভেঙ্গে চলে যাচ্ছিলো, তার পিছু নিয়েছে নৌকা জোড়া।সাদা ফেনার স্রোতেও প্রতিকূলতা বিচ্ছিন্ন করতে পারেনি নৌকা দু'টিকে। ওরা জানান দিয়েছে, হাজারো প্রতিকূলতায় চাইলেই এক সাথে থাকা যায়। দৃশ্যপট: মেঘনা নদী।