আমরা যখন আকাশের তলে ওড়ায়েছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।’ কবি সুফিয়া কামালের লেখা ‘আজিকার শিশু’ কবিতা মনে করিয়ে দেয় শৈশবে ঘুড়ি উড়ানোর আনন্দময় স্মৃতি। সে স্মৃতিময় একটি দৃশ্যপট চোখে পড়লো হঠাৎ। শেষ বিকালে ঘুড়ি উড়াতে ব্যস্ত এক কিশোর। পরিত্যাক্ত বোতলে সুঁতা পেঁচিয়ে বানিয়েছে নাটাই। দূর আকাশে উড়া ছোট্ট ঘুড়িটিও তার নিজের হাতেই বানানো। সুঁতা ছেড়ে দিয়ে ঘুড়িকে আরও দূর থেকে দূরে উড়ার স্বাধীনতা দিয়ে নিজে পায় সীমাহীন আনন্দ। ঘুড়ি উড়ে, সাথে তার স্বপ্নও উড়ে। স্থান : ইসলামপুর, ফরিদগঞ্জ।