রেললাইনের দু'লাইন ভাবায়, সঙ্গে চলো কিন্তু ছোঁয়া বড়ো দ্বায়, তুমি-আমি ওই দুই লাইনের মত, ছুঁতে গেলে ট্রেন অসহায়। আমায় রোজ নিরালায় অসহায় ট্রেনটা ভাবায়, কিভাবে স্মৃতিরা দাঁড়িয়ে থাকে তার থামার অপেক্ষায়, কেবল আমরাই তাদের পিছনে ফেলে ছুটতে থাকি 'গন্তব্য' নামক পিষ্ট চাকায়। এখানে রাখা আছে অনেক গল্প আঁকা, ছোঁয়নি তাদের ক্লান্তি, স্পর্শ হলেই সর্বনাশ! তাদের স্পর্শহীনেই শান্তি। লোকেশন : বড় স্টেশন, চাঁদপুর।