এমন করে চাঁদপুরকে খুব কম মানুষই দেখেছেন। এ যেন নতুন কোন চাঁদপুরের প্রেম পড়া। এক পাশে সোজা সমান্তরাল রেলপথ, অন্য পাশে দীর্ঘ দৈর্ঘের পাকা সড়ক আর মধ্যখানে প্রশস্ত একটি লেক। লেকের ঠিক মধ্যখানে কোন এক বীর যোদ্ধার একটি পাথুরে হাত। যে হাত অস্ত্র হাতে স্বাধীনতার কথা মনে করিয়ে দেয় প্রজন্মকে। ব্যস্ত শহরের ছোট-বড় অসংখ্য দালানের ভিড়ে যে প্রশস্ত ভূমিটি দেখছেন, তা-ই মুক্তিযদ্ধের স্মৃতি বিজড়িত হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, তারপর মাতৃপীঠ, তারপর ছায়াবানী...। এভাবে ঐ দূর অদূরে দৃষ্টি যেখানে ঝাপসা হয়ে গেছে তার পুরোটাই চাঁদপুর। দৃশ্যপট: মুক্তিযোদ্ধা সড়ক, চাঁদপুর।