প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ০০:০০
রমজানের ২০তম দিবস : অধিকমাত্রায় ইস্তেগফার পাঠ
আজ মাহে রমজানের ২০তম দিবস। রমজানের দ্ইু তৃতীয়াংশ আজ শেষ হচ্ছে। সে সাথে মাগফিরাতের অংশও বিদায় নিচ্ছে। এর আগে আমরা রহমতের ১০ দিন পার করেছি। কাল থেকে শুরু হবে নাজাত তথা জাহান্নাম থেকে মুক্তি লাভের অংশ। আমাদের গভীরভাবে চিন্তা করে দেখা প্রয়োজন এই ২০টি রোজা আমরা কীভাবে পালন করলাম। সিয়াম সাধনার অন্তর্নিহিত দিকগুলো আমরা কেমন অর্জন করলাম। যদি তা করতে না পারি তাহলে আমরা দুর্ভাগা।
|আরো খবর
দুনিয়া-আখিরাতে সকল পর্যায়ে আমরা আল্লাহর রহমতের প্রত্যাশী। তিনি যদি আমাদের দয়া না করেন তাহলে আমাদের বদ্নসিব। তবে আমরা আশাবাদী, দয়াময় আল্লাহ তায়ালা আমাদের প্রতি দয়া করে ইহকাল ও পরকালে তাঁর রহমতের ছায়াতলে আমাদের আশ্রয় দেবেন। আল্লাহর কাছে ফরিয়াদ, তিনি যেনো আমাদের ক্ষমা করে দেন। বিগত দিনের যাবতীয় পাপরাশি যেনো আল্লাহ মাহে রমজানের বরকতে ক্ষমা করে দেন। আমরা তাঁর ক্ষমা প্রত্যাশী। এ জন্যে রমজানের মধ্যবর্তী ১০ দিন খুব বেশি তাওবা-ইস্তেগফার পাঠ করতে হবে।