শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১১:৩৯

খোশ আমদেদ মাহে রমজান

ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল উপার্জন

এএইচএম আহসান উল্লাহ
ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল উপার্জন

পবিত্র কোরআন মাজীদে আল্লাহ পাক বলেছেন- "ওয়া মা খালাক্বতুল জিন্না ওয়াল ইনছা ইল্লা লিয়া'বুদুন"। অর্থাৎ আমি জ্বিন জাতি এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আয়াতের এই অংশ থেকে প্রতীয়মান হলো- মানবজাতি এবং জ্বিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধুমাত্র তাঁর ইবাদত করার জন্য। তাই নশ্বর এই পৃথিবীতে আমাদের উপর অবধারিত হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। মাবুদের ইবাদত করলেই আমরা তাঁর মকবুল বান্দা হতে পারবো। আর এই ইবাদতের জন্য শরঈ বিধান রয়েছে। যা কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসে স্পষ্টভাবে বর্ণনা রয়েছে।

কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের সকল বর্ণনার সার কথা হচ্ছে- ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন। আমার আয়-রোজগার যদি হালাল না হয় তথা বৈধ পথে না হয় তাহলে আমার কোনো ইবাদতই কাজে আসবে না। আল্লাহর দরবারে কবুল হবে না।

উপার্জনের যে মাধ্যমেই হোক না কেনো সেটা বৈধ হতে হবে। হোক সেটা চাকরি, হোক সেটা ব্যবসা। চাকরিজীবীদের ক্ষেত্রে ঘুষ, দুর্নীতিসহ নানা অবৈধ পন্থায় টাকা ইনকাম করা। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে হালালভাবে ব্যবসা না করা। এ ক্ষেত্রে ব্যবসা পণ্য যেমন হালাল হতে হবে, তেমনি ব্যবসার পদ্ধতিটাও হালাল হতে হবে। মানুষকে ঠকিয়ে, মানুষকে জিম্মি করে, পণ্যের কৃত্রিম সঙ্কট তৈরি করে বাজার অস্থিতিশীল করে তোলা, মজুদদারি করা, ওজনে কম দেয়া, ভেজাল মেশানো ইত্যাদি গর্হিত কাজ হালাল পদ্ধতির ব্যবসাকে হারাম তথ্য অবৈধ করে তোলে।

আরেকটি ভয়াবহ হারাম হচ্ছে সুদ খাওয়া, সুদের ব্যবসা করা। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ খাওয়াকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন- আমি ব্যবসাকে হালাল করেছি, আর সুদকে হারাম করে দিয়েছি। অথচ আমাদের সমাজে নানাভাবে, নানা উপায়ে, নানা পদ্ধতিতে সুদের ব্যবসা চলছে। আর এই সুদী জীবন নিয়েই ইবাদত-বন্দেগী করছে। কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের সকল বর্ণনায় একমত যে, এ সমস্ত হারাম উপার্জনের জিন্দেগী নিয়ে ইবাদত করলে সে ইবাদতে কোনো কাজে আসবে না। বরং তার আমলনামায় জঘন্য পাপ লিখা হবে।

অতএব এই রমজান মাসের অন্যতম শিক্ষা হচ্ছে হালাল উপার্জন করা। আল্লাহ পাক আমাদেরকে হালাল উপার্জনের মধ্যে জিন্দেগী অতিবাহিত করার তাওফিক দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়