প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০৩:৫২
প্রবাসী সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বিবিসির ইফতার মাহফিল
বাংলাদেশ বিজনেস কনসালটিং(বিবিসি) আয়োজনে ফ্রান্সে অবস্থানরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ৯ এপ্রিল রাজধানী প্যারিসের
|আরো খবর
ক্লিসি ক্যাফে দ্যু লুনায় এ ইফতারের ব্যবস্থা
করা হয়।
ইফতার মাহফিলে সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলমের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত ভট্টাচার্য শুভ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।
সাংবাদিকদের সম্মানে দেয়া ইফতার মাহফিলে এসময় বক্তব্য রাখেন এটিএন বাংলা ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া,তৃতীয় বাংলা ডটকম এর সম্পাদক এনায়েত হোসেন সোহেল,সময় টিভি লুৎফুর রহমান বাবু,ইউরো বিডি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ইমরান মাহমুদ,আর টিভি তাইজুল ফয়েজ,দৈনিক আমাদের সময় আব্দুল মালেক হিমু,ইউরো ফোকাস এর সিইও এম আলী চৌধুরী,বাংলা টেলিগ্রাম এর সম্পাদক শাহ সোহেল আহমদ,এনটিভি ইউরোপ আবুল কালাম মামুন,ডিবিসি নিউজ ইকবাল মোঃ জাফর,বাংলা টিভি রাসেল আহমদ,দৈনিক প্রতিদিনের বাংলাদেশ শাবুল আহমদ,দৈনিক মুক্ত খবর এর ফ্রান্সের বাদল পাল,প্যারিস টাইমের সম্পাদক সালাহ উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব এমদাদুল হক স্বপন,স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সভাপতি উবায়দুল ইসলাম রিয়াদ,বিশিষ্ট কমিউনিটি নেতা কামাল সিকদার।
ইফতার পরবর্তী দীর্ঘ আলোচনায় সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে প্রবাসীদের সমস্যা- সম্ভাবনা, বিশেষ করে ফ্রান্সের বর্তমান ভবিষ্যৎ এবং অতিথির নানা স্মৃতিচারণ এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
প্রধান অতিথির কাছে সাংবাদিকরা ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য একটি স্থায়ী কালচারাল সেন্টার স্থাপনের প্রস্তাব উপস্থাপন করে প্রধান অতিথি কাজী এনায়েতুল্লাহ ইনু দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি বলেন,কালচারাল সেন্টার স্থাপনের জন্য মাহে রামাদানের পর বৃহত্তর আকারে আলোচনা এবং কর্ম পদ্ধতি নির্ধারণ করে একটি কালচারাল সেন্টার স্থাপনে ঐক্যমত পোষণ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ দূতাবাস ও ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির মধ্যে সুসম্পর্ক গড়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।