প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ১৭:৪০
নয়া পানিতে নয়া ভেসাল
সৌখিন ফটোগ্রাফার : কামরুজ্জামান টুটুল, হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ, চাঁদপুর কণ্ঠ।

নয়া পানিতে নয়া ভেসাল। গত কদিনের টানা বৃষ্টিতে কৃষি মাঠে পানি জমেছে। জমা পানিতে নতুন মাছের বিচরণ শুরু হয়েছে। মাছের বিচরণ দেখে ভেসাল জালে মাছ ধরা জেলেরা কৃষি মাছের নয়া পানিতে ফাঁদ পাতা শুরু করেছে। ভেসাল জালের ফাঁদে ২/১ দিনের ছোট মাছের পর্যন্ত রেহাই নেই। হাজীগঞ্জের দেবপুর রাগারগাঁও সড়কের শ্রীপুর থেকে ছবিটি তুলেছেন কামরুজ্জামান টুটুল